1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

স্রষ্টার সন্তুষ্টির জন্যে দানের প্রতিদান হলো- পুরস্কার এবং ভয় বা পেরেশানি না থাকার গ্যারান্টি!

  • সময় মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১০৯৩ বার দেখা হয়েছে

স্রষ্টার সন্তুষ্টির জন্যে দানের প্রতিদান হলো- পুরস্কার এবং ভয় বা পেরেশানি না থাকার গ্যারান্টি!

দান করা একটি অতি মহৎ কাজ। মানুষের কল্যাণে নিজের অর্থ-সম্পদ ব্যয় বা প্রদান করাকে দান করা বলা হয়।

আপনি দেখেন সূরা বাকারার ২৭৪ নম্বর আয়াতে- যারা তাদের উপার্জন থেকে রাতে বা দিনে, প্রকাশ্যে বা গোপনে, সচ্ছল বা অসচ্ছল অবস্থায় দান করে, তাদের জন্যে তাদের প্রতিপালকের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় বা পেরেশানি থাকবে না।

অতএব যিনি শুধু স্রষ্টার সন্তুষ্টির জন্যে, স্রষ্টাকে খুশি করার জন্যে অভাবীকে দান করেন তো স্রষ্টা-আল্লাহ তার গ্যারান্টি দিচ্ছেন যে তার ভয় বা পেরেশানি থাকবে না।

অতএব তার তো ভয় বা পেরেশানি থাকতে পারে না।

আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আমাদের পরিবারের সদস্যদের ভয় নাই পেরেশানি নাই।

বরং তারা ধৈর্যের সাথে করোনার মোকাবেলা করেছেন। এবং যত ধৈর্যের সাথে সাহসের সাথে মোকাবেলা করবেন, তত আপনি সফলভাবে যে-কোনো মহামারির মোকাবেলা করতে পারবেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com