1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
আজও উৎপাদন বন্ধ আশুলিয়ার ২১৯ কারখানায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক পরিবেশ উপদেষ্টার নির্দেশে প্রবেশ ফি কমলো বোটানিক্যাল গার্ডেনের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ৫৮ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনে মানুষ হয় ভালো মানুষ, দেশ হয় ভালো দেশ ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর আন্দোলন যেন থামছেই না, কার্যাদেশ হারানোর শঙ্কা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

সৎকর্মের গুরুত্ব

  • সময় বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৪৫ বার দেখা হয়েছে
সকল সৃষ্টি হচ্ছে আল্লাহর পরিবার। আল্লাহর পরিবারের সাথে ভালো ব্যবহারকারী আল্লাহর সবচেয়ে প্রিয়।
—আনাস ইবনে মালেক (রা); আবু ইয়ালা, বায়হাকি
 
যাদের দ্বারা মানুষ সবচেয়ে বেশি উপকৃত হয়, আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ভালবাসেন।
—আবদুল্লাহ ইবনে মাসউদ (রা); তাবারানী
 
সেবামূলক কাজে আন্তরিকভাবে অংশগ্রহণকারী ব্যক্তির মর্যাদা হচ্ছে আল্লাহর পথে জেহাদকারী ব্যক্তির সমান। কাজ থেকে ঘরে ফিরে না আসা পর্যন্ত এ মর্যাদা বহাল থাকে।
—রাফি ইবনে খাদিজ (রা); তিরমিজী
 
কোনো ভালো কাজকেই ছোট মনে কোরো না। ভাই বা বন্ধুকে হাসিমুখে অভ্যর্থনা জানানো সদাচরণেরই অংশ। যত ছোটই হোক, যে-কোনো সহযোগিতাই ভালো কাজ।
—আবু যর গিফারী (রা); মুসলিম
 
রাস্তায় একটি কাঁটাযুক্ত গাছের ডাল পড়ে থাকতে দেখে একজন বলল, ‘আমি এটি অপসারণ করব। কোনো বিশ্বাসী এ কাঁটায় বিঁধে কষ্ট পেতে পারে।’ নবীজী (স) একথা শুনে বললেন, ‘এ কাজের জন্যে আল্লাহ তার অতীতের সকল গুনাহ মাফ করে দিয়েছেন।’
—আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম, তিরমিজী
 
জনগণের চলাচল পথ থেকে ক্ষতিকারক/ কষ্টদায়ক বস্তু অপসারণ করো। তুমি জান্নাতে প্রবেশ করবে।
—আবু বারজাহ আল আসলামী (রা); মুসলিম, ইবনে মাজাহ
 
আল্লাহ একজন পতিতার সারাজীবনের গুনাহ মাফ করে দিয়েছেন—একটি মৃতপ্রায় তৃষিত কুকুরকে কুয়ো থেকে পানি তুলে পান করানোর জন্যে।
—আবু হুরায়রা (রা); বোখারী, মুসলিম
 
সামর্থ্য অনুসারে ইবাদত ও ভালো কাজ করা ওয়াজিব। আল্লাহর কাছে পছন্দনীয় উত্তম কাজ বা আমল হচ্ছে—যা আমলকারী নিয়মিত করে।
—আয়েশা (রা); বোখারী, মুসলিম
 
যেখানেই থাকো, আল্লাহ-সচেতন থাকো। কোনো পাপ হয়ে গেলে ভালো কাজ দ্বারা তার প্রায়শ্চিত্ত করো। ভালো ব্যবহার দিয়ে মানুষের মন জয় করো।
—আবু যর গিফারী (রা); তিরমিজী
 
নিজেকে নেপথ্যে রেখে যদি ভালো কাজ করা সম্ভব হয়, তবে তা-ই করবে।
—জুবাইর ইবনে আওয়াম (রা); সুনানে কুবরা
 
তুমি যদি (আল্লাহর সন্তুষ্টির জন্যে) কোনো ভালো কাজ করো আর মানুষ সে কাজের প্রশংসা করে তবে এটা তোমার জন্যে আগাম সুসংবাদ।
—আবু যর গিফারী (রা); মুসলিম
 
সৎকর্ম আয়ু বাড়ায়।
—সাওবান (রা), সালমান ফারসি (রা); তিরমিজী, মেশকাত, ইবনে মাজাহ
 
ভালো কাজে উদ্বুদ্ধ করো। তোমরা অবশ্যই এর পুরস্কার পাবে।
—আবু বুরদা ইবনে আবু মুসা (র); বোখারী
 
কোনো সৎ কাজের পথ-প্রদর্শনকারী সেই সৎ কাজ সম্পাদনকারীর সমান সওয়াব পাবে।
—আবু হুরায়রা (রা), আবু মাসউদ (রা); মুসলিম
 
আল্লাহ কারো ভালো কাজই ব্যর্থ হতে দেন না। বিশ্বাসী ব্যক্তি সৎকর্ম করলে আল্লাহ ইহকাল ও পরকাল—দুই কালেই এর পুরস্কার দেবেন। আর কোনো অবিশ্বাসী বা সত্য অস্বীকারকারীর ভালো কাজের প্রতিদান যা দেয়ার তিনি তাকে এই পৃথিবীতেই দেবেন।
—আনাস ইবনে মালেক (রা); মুসলিম
 
আল্লাহ কোনো বান্দার কল্যাণ চাইলে তিনি তাকে মৃত্যুর আগেই পরিশুদ্ধ করেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কীভাবে মৃত্যুর আগে তাকে পরিশুদ্ধ করেন? নবীজী (স) বললেন, ‘তিনি তাকে মৃত্যুর পূর্বমুহূর্ত পর্যন্ত সৎকর্ম অব্যাহত রাখতে উদ্বুদ্ধ করেন।’
—আবু উমামা (রা); মুজাম আল কবীর

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM