হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো একজন। নিহতদের মধ্যে দুইজন নারী।
আজ সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার ওলিপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাটি হবিগঞ্জে যাচ্ছিল। ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার ছয় যাত্রী। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী।
ওসি আরো বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনই বলা যাচ্ছে না।’