বাংলাদেশের ১৬তম টেস্ট ব্যাটসম্যান হিসেবে মিরাজ হাজার রান পূর্ণ করেছেন। পাশাপাশি দারুণ এক অলরাউন্ড রেকর্ড গড়েছেন। সাদা পোশাকে অনেক আগেই ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন মিরাজ। আজ টেস্টে বাংলাদেশের হয়ে ১ হাজার রান ও ১০০ উইকেটের তালিকায় প্রবেশ করলেন তিনি।
মঙ্গলবার (৪ জানুয়ারি) ৯৫৭ রান নিয়ে নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইতে মাঠে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে ৪৭ রানের ঝকঝকে ইনিংস খেলে হাজার রান পেরিয়ে যান ডানহাতি ব্যাটসম্যান।
৩০ টেস্টে এমন কীর্তি গড়লেন মিরাজ। সাকিব এই কীর্তি গড়েছেন ২৮ টেস্টে, ২০১২ সালে। তাদের দুজনের আগে সর্বপ্রথম এলিট এই ক্লাব খুলেন মোহাম্মদ রফিক। ২০০৮ সালে ১ হাজার রান ও ১০০ উইকেট পান বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি। এজন্য তিনি খেলেছিলেন ৩৩ টেস্ট।