মানুষ মারা যায় কিন্তু কাজ বেঁচে থাকে। স্বপ্ন বেঁচে থাকে। বীর বেঁচে থাকে। কর্মবীররা বেঁচে থাকে। সমমর্মিতা স্মৃতিতে সবসময় গোলাপের মতন জ্বলজ্বল করে।
মুক্তিযুদ্ধের সময় আমাদের একটি গান ছিল একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি।
আসলে ঐ তরুণ তার জুতাটা ছেঁড়া ছিল কিন্তু তার যে সেবা এই সেবা তার সাথে সাথে কোয়ান্টামকে মানুষের অন্তরে একটা নতুন উচ্চতায় নতুন মর্যাদায় নিয়ে গেছে।
হাজার হাজার মানুষের যে সেবামূলক কাজ এই কাজের প্রস্ফুটিত রূপ হচ্ছে কোয়ান্টাম।
ডিসেম্বর মাস করসেবার মাস।
তাই সত্যকে মানুষের কাছে পৌঁছে দেয়া এবং মাটির ব্যাংক সংগ্রহের মধ্য দিয়ে ক্ষুদ্র দানকে সঙ্ঘবদ্ধ করে মানুষের কল্যাণে সেবামূলক কাজকে নতুন উচ্চতায় উন্নীত করার মধ্য দিয়ে আমাদের বীর শহিদানের প্রতি আমরা যথাযথ শ্রদ্ধা নিবেদন করতে চাই।
আমাদের সেবামূলক কাজকে নতুন মাত্রায় উন্নীত করে জাতিকে ইতিবাচকতার নতুন উচ্চতায় পৌঁছে দেয়ার মধ্য দিয়ে আমরা বিজয়ের ৫০তম বছর পূর্তি উদযাপন করতে চাই।