1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

হোলি আর্টিজানে হামলার পর দেড় হাজার জঙ্গি গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ২৯ জুন, ২০২১
  • ১০৯৮ বার দেখা হয়েছে

রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে হামলার পর প্রায় দেড় হাজার জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

হোলি আর্টিজানে জঙ্গি হামলার পাঁচ বছর পূর্তি সামনে রেখে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র‍্যাব সদর দপ্তরে এই সংবাদ সম্মেলন হয়।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজানে নৃশংস জঙ্গি হামলা হয়। সেই হামলার ভয়াবহতায় স্তম্ভিত হয়ে যায় পুরো দেশ। জঙ্গিরা হত্যা করেছিল ২০ জন দেশি-বিদেশি নাগরিককে। যাঁদের মধ্যে নয়জন ইতালীয়, সাতজন জাপানি, একজন ভারতীয় ও তিনজন বাংলাদেশি। ওই হামলার পর দেশে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করা হয়।

সংবাদ সম্মেলনে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, হোলি আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী সারোয়ার জাহানসহ অর্থদাতা অনেককেই গ্রেপ্তার করেছে র‍্যাব। হোলি আর্টিজানে হামলার আগে থেকে এখন পর্যন্ত আড়াই হাজার জঙ্গিকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, তাঁরা শুধু জঙ্গিবাদ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েই ক্ষান্ত হচ্ছেন না। জঙ্গিবাদ-বিরোধী প্রচারও চালাচ্ছেন। জঙ্গিবাদে জড়িত ১৬ জন তরুণ-তরুণী এখন পর্যন্ত আত্মসমর্পণ করেছেন। তাঁদের পুনর্বাসনে কাজ করছে এলিট বাহিনীটি।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com