করোনায় আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশের পর ১৪ দিনের পরিবর্তে ১০ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে জাতীয় কারিগরি পরামর্শ কমিটি।বুধবার পরামর্শ কমিটির সভায় এই সুপারিশ করা হয়েছে।
করোনা রোগীর সংস্পর্শে এসেছেন কিন্তু কোন উপসর্গ নেই, এমন ব্যক্তিদের কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলেও জানিয়েছে পরামর্শক কমিটি।
তবে, তাদেরকে মাস্ক পরার পরামর্শ দেয়া হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের রোগীর সংখ্যা যখন আবার উর্ধ্বমুখী তখন নিয়মে পরিবর্তন আনার সুপারিশ করলো জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এছাড়া, মানুষকে বিনামূল্যে মাস্ক বিতরণের সুপারিশও করেছে কমিটি।
দেশে ২০২০ কোভিড-১৯ সংক্রমণ শুরুর পর বিভিন্ন সময় জাতীয় কমিটি যেসব পরামর্শ দিয়েছে, তাতে কোভিড আক্রান্ত হলে সতর্কতা হিসেবে ১৪ দিনের আইসোলেশনের কথা বলা হয়েছিল। আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা সবাইকেই কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছিল।
দুই বছর গড়িয়ে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাব রোগীর সংখ্যা যখন আবার উর্ধমুখী তখন নিয়মে পরিবর্তন আনার সুপারিশ করল জাতীয় কারিগরী পরামর্শক কমিটি।