1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন

২০৫০ সাল নাগাদ ৪ জনের একজন শ্রবণ সমস্যায় ভুগবে: ডব্লিউএইচও

  • সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১৩০১ বার দেখা হয়েছে

২০৫০ সাল নাগাদ বিশ্বে চারজনের মধ্যে একজন শ্রবণ সমস্যায় ভুগতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে বলা হয়েছে।

এর ফলে অনেকে চাকরি থেকে বাদ পড়বেন। তাদের স্বাস্থ্যের ক্ষতির সাথে আর্থিক ক্ষতিও হবে।

তাই বিশ্বের দেশগুলোকে কানের রোগ সংক্রমণ প্রতিরোধ ও চিকিত্সায় অতিরিক্ত বিনিয়োগের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মঙ্গলবার শ্রবণবিষয়ক এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিবেদনে এসব তথ্য বলা হয়েছে। ৩ মার্চ বিশ্ব শ্রবণ দিবস সামনে রেখে প্রতিবেদনটি প্রকাশ করেছে ডব্লিউএইচও।

প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে ২ দশমিক ৫ বিলিয়নের মধ্যে ৭০০ মিলিয়ন মানুষের অবস্থা এমন গুরুতর পর্যায়ে যেত পারে যে তাদের শ্রবণ সহায়ক যন্ত্রপাতি, চিকিৎসা ও পুনর্বাসন সেবার প্রয়োজন হতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বিশ্বে প্রতি পাঁচজনের মধ্যে একজন শ্রবণ সমস্যায় ভুগছেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com