শিক্ষার্থীদের স্কুলে ফেরার প্রস্তুতিতে সহায়তা হিসেবে ঢাকা শহরের ৭৫০,০০০ শিক্ষার্থীকে ফাইজারের তৈরি কোভিড-১৯’র টিকার প্রথম ডোজ প্রদানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা- ইউএসএআইডি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিস (IFRC) ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS)-এর সাথে অংশীদারিত্ব স্থাপন করেছে। এই শিক্ষার্থীদের মধ্যে ৪২৫,০০০’রও বেশি শিক্ষার্থী ইউএসএআইডি’র প্রভাষ প্রকল্পের লক্ষ্যভিত্তিক টিকা কার্যক্রমের আওতায় টিকার উভয় ডোজ পেয়ে পূর্ণ টিকাগ্রহণ সম্পন্ন করেছে। প্রতিদিন আরো বহু শিক্ষার্থী তাদের টিকা পাচ্ছে।