1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

৯৮টি দেশে প্রথম হয়েছে বাংলাদেশ! – ডব্লিউবিটিআই

  • সময় শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯২০ বার দেখা হয়েছে

আমাদের দেশ বাংলাদেশ- বিশ্বের ৯৮টি দেশের মধ্যে শিশুদের বুকের দুধ পান করানোয় মায়েদের সহায়তা করার ক্ষেত্রে সবচেয়ে ভালো করেছে।

ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ গত ২৩শে আগস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এবং সেই প্রতিবেদনে ৯৮টি দেশের মধ্যে ৯১.৫ স্কোর নিয়ে বাংলাদেশ তালিকায় প্রথম হয়েছে। বাংলাদেশের পরেই ৯১ স্কোর নিয়ে শ্রীলংকা আছে দ্বিতীয় অবস্থানে।

ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ড ইনিশিয়েটিভের সমন্বয়ক বলেছেন, বাংলাদেশের এই অর্জন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মা ও শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি সরকারের উচ্চমাত্রার অঙ্গীকারের প্রতিফলন।

নবজাতক ও ছোট শিশুর খাবার বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের উপর ভিত্তি করে বাংলাদেশ ৯১.৫ স্কোর অর্জন করেছে। ২০১৫ সালে এই স্কোর ছিল ৮৬।

জন্মের পর পর বুকের দুধ খাওয়ানোয় বাংলাদেশের স্কোর ৬৯। এবং একাধারে প্রথম ছয় মাস বুক দুধ খাওয়ানোয় বাংলাদেশের স্কোর ৬৫।

প্রতিবেশী দেশ ভারতের স্কোর ৪৫। তাদের অবস্থান ৭৯তম।

এছাড়া ৪০.৫ স্কোর নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ৮৬তম। ৫০.৫ স্কোর নিয়ে যুক্তরাজ্যের অবস্থান ৬৫তম।

৩৩.৫ স্কোর নিয়ে জার্মানির অবস্থান ৯৫তম।

জার্মানির পরেই ২৫.৫ স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ৯৬ তম।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com