একজন সত্যিকারের আবেদ অন্যদের মধ্যে সহজাত ভালোত্বের উপস্থিতিকে বিশ্বাস করে।
—মেশকাত, আহমদ
ভালো আবেদ সে-ই, যে তার প্রভুর কাছ থেকে সর্বোত্তম পুরস্কারের প্রত্যাশা নিয়ে ইবাদত করে।
—আহমদ, আবু দাউদ
ওলিদের (সত্যজ্ঞান ও সাধনা যার মধ্যে একাকার হয়ে গেছে) অন্তর্দৃষ্টি সম্পর্কে সচেতন হও। আল্লাহর আলোয় তারা দেখেন।
—আবু সাঈদ খুদরী (রা); তিরমিজী
আমার উম্মাহর মধ্যে ৩০ জন ‘আবদাল’ (আল্লাহর যথার্থ দাস) রয়েছে। তারা দয়াময় আল্লাহর বন্ধু। তাদের একজন পৃথিবী ছেড়ে চলে গেলে আল্লাহ তার স্থলে আরেকজনকে দায়িত্ব দেন।
—উবাদা ইবনে সামিত (রা); আহমদ, তাবারানী