লিওনেল মেসি মানেই যেন রেকর্ডের ফুলঝুরি। মাঠে নামলেই কোনো না কোনো রেকর্ড যেন তাকে হাতছানি দিয়ে ডাকে। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। বলিভিয়ার বিপক্ষে রেকর্ডের সেই ম্যাচে দেখালেন জাদুকরী ছন্দ। তার জোড়া গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার হয়ে ১৪৮তম ম্যাচ খেলতে নামেন মেসি। এর মধ্য দিয়ে হাভিয়ের মাচেরানোকে ছাড়িয়ে যান তিনি। তার পায়ের জাদুতেই বলিভিয়াকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। রেকর্ড ভাঙার ম্যাচে ২টি গোল করেছেন মেসি, অ্যাসিস্ট করেছেন ১টি।
৩ জুলাই ‘বি’ গ্রুপের চতুর্থ দল ইকুয়েডরের বিপক্ষে শেষ আটের লড়াইয়ে নামবে মেসির আর্জেন্টিনা। চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে প্রথম পর্ব শেষ করেছে আর্জেন্টিনা। অন্যদিকে সমান ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ১০ পয়েন্ট।