১৯৯৬ : চট্টগ্রাম টিভি উপকেন্দ্র উদ্বোধন করা হয়।
১৮৭৩ : স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক এবং বৈজ্ঞানিক।
১৯০৮ : রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়, প্রখ্যাত বাঙালি সুরকার।
১৯৩৪ : প্রতিভা পাতিল, ভারতের দ্বাদশ ও প্রথম মহিলা রাষ্ট্রপতি।
১৯১১ : ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মশাররফ হোসেন।
১৯১৮ : ব্রিটিশ ভারতের খ্যাতনামা চিকিৎসক রাধাগোবিন্দ কর।
১৯২৭ : ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী আসফাকউল্লা খান।
১৯৮৪ : ছান্দসিক হিসেবে খ্যাত বাঙালি কবি ও সাহিত্য-সমালোচক আবদুল কাদির।
২০২০ : পবিত্র কাবা ঘরে স্থাপিত দরজার নকশাকার প্রকৌশলি মুনির আল জুনদি।
আবদুল কাদির ছিলেন একজন বাংলাদেশি কবি, সাহিত্য-সমালোচক ও সাংবাদিক। ছান্দসিক হিসেবে তিনি খ্যাত।
জন্মগ্রহণ করেন ১৯০৬ সালের ১ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামে।
১৯২৩ সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে পাঁচটি বিষয়ে লেটারসহ ম্যাট্রিক পাস করেন। ১৯২৫ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএসসি পাস এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বিএ পর্যন্ত পড়াশোনা করেন।
১৯৩০ সালে কলকাতা কর্পোরেশনের একটি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৩৮ সালে তিনি কলকাতার যুগান্তর পত্রিকায় যোগ দেন। ১৯৪২ সালে কবি কাজী নজরুল ইসলামের দৈনিক নবযুগ পত্রিকার বার্তা সম্পাদক নিযুক্ত হন।
প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- দিলরুবা, উত্তর বসন্ত, কাব্যমালঞ্চ, ছন্দ সমীক্ষণ, লোকায়ত সাহিত্য প্রভৃতি। সাহিত্যকীর্তির জন্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, মুক্তধারা পুরস্কার প্রভৃতি লাভ করেন।
১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
সূত্র : সংগৃহীত