1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

একদিনে দুই পদক জিতলেন বাংলাদেশের রাজিব চাকমা

  • সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ১০১৭ বার দেখা হয়েছে

বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে পদক লড়াইয়ে শনিবার (৩০ অক্টোবর) তৃতীয় দিনে বাংলাদেশের রাজিব চাকমা দুটি পদক জয় করেছেন।

আর্টিস্টক জিমন্যাস্টিকসের তৃতীয় দিন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম ইভেন্ট পুরুষ (জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে ১২.১০ স্কোর গড়ে রৌপ্য পদক জয় করেন রাজিব। এরপর ভোল্টিং টেবিল ইভেন্টে ব্রোঞ্জ পদকও জয় করেন তিনি।
ভারতীয় জিমন্যাস্টসকে হারিয়ে ফ্লোর ইভেন্টে রূপার পদক উপহার দেন রাজিব। এ ইভেন্টে উজবেকিস্তানের বয়সারভ আলিশের স্বর্ণ এবং ভারতের প্রনব কুশওয়াহা ব্রোঞ্জ পেয়েছেন।
দারুণ খুশি এই জিমন্যাস্ট। বান্দরবানের লামায় থাকেন রাজিব চাকমা। দশম শ্রেণীর শিক্ষার্থী রাজিব চাকমা কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। তৃতীয় দিনে নিজের দেশকে রৌপ্য পদক উপহার দিয়েছেন এ জিমন্যাস্ট।
দুপুরে বিজয়ীদের হাতে পদক তুলে দেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু, জাতীয় দলের কোচ নজরুল ইসলাম এবং শ্রীলংকা দলের হেড অব ডেলিগেট অ্যান্টনি ডায়েস।
প্রসঙ্গত, প্রথম দিনে দলগত বিভাগে ব্রোঞ্জপদক পেয়েছিল বাংলাদেশ। ১৯৬..৫০ স্কোর করে পুরুষদের (জুনিয়র) অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত ব্রোঞ্জ জেতেন বাংলাদেশের চার প্রতিযোগী প্রেন্থই ম্রো, রাজিব চাকমা, সাজিদ হক ও আবু সাঈদ রাফি।

সূত্র : ইত্তেফাক, বাসস, চ্যানেলআইঅনলাইন, জাগোনিউজ, বিডিনিউজ২৪.কম (৩০ অক্টোবর ২০২১)

নতুন মন্তব্য

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com