1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

কমলেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৯৯৩ বার দেখা হয়েছে

কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায়-২০২২, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর হোসেন বুলবুল। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন মাননীয় সংসদের সহধর্মিণী পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক সেলিনা আক্তার। উপজেলার নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম।ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা।প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য জনাব মনজুর  হোসেন বলেন দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই।যে জনপদের মানুষ যত বেশি শিক্ষিত হবে সেই জনপদের তত বেশি উন্নত হবে। মানুষের ভিতরে সহমর্মিতা বৃদ্ধি পাবে। মাননীয় সংসদের সহধর্মিণী শিরিনা আক্তার বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।  তোমারাই আগামী দিনে দেশের নেতৃত্ব দিবে। তোমাদের হাতেই আগামী দিনের বাংলাদেশ। তোমরা ঠিকমতো পড়াশোনা করবা, পাশাপাশি খেলাধুলা করবা।  কারণ মানসিক বিকাশ ঘটাতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ছেলেমেয়েদের মাঝে কোন বিভেদ রাখতে চান না।  মেয়েদেরকে পড়ালেখার প্রতি  উৎসাহ প্রদান করেন। তিনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নারী, দেশের বিরোধী দলীয় নেত্রী নারী, স্পিকার সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নারীরা নেতৃত্ব দিচ্ছে। সুতরাং তোমরা এগিয়ে যাও। হীনমন্যতার ভোগার কোন কারণ নেই। তোমাদের হাতেই আগামীর বাংলাদেশ। অনুষ্ঠানে স্থানীয়দের দাবি অনুযায়ী স্কুলের পাশেই একটি ব্রিজ নির্মাণের জন্য দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবেন বলে প্রধান অতিথি অনুষ্ঠানে ঘোষণা দেন এবং স্কুলের সার্বিক উন্নতির জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com