1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ন

কাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

  • সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৫১৭ বার দেখা হয়েছে

আগামীকাল সোমবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদানের নানা অভিজ্ঞতা ও তথ্য তুলে ধরতে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

করোনা মহামারি পরিস্থিতির কারণে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সাংবাদিকরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে গণভবনের সঙ্গে সংযুক্ত থাকবেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে বাংলায় ভাষণ প্রদান করেন। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের ও রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেন এবং বিভিন্ন সরকার, রাষ্ট্র ও সংগঠনের প্রধানের সঙ্গে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করেন।

প্রধানমন্ত্রী ২০ সেপ্টেম্বর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে তাঁর সম্মানে জাতিসংঘ সদর দপ্তরের নর্থ লনের ইউএন গার্ডেনে একটি চারা রোপণ এবং একটি বেঞ্চ উদ্বোধন করেন।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com