1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

কোয়ান্টাদের ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২

  • সময় মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৯৩৮ বার দেখা হয়েছে

১ ও ২ জানুয়ারি ২০২২ কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ২০ বছর পূর্তিতে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কোয়ান্টামমে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়ান্টা পুনর্মিলনী ‘ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২’। দুদিনের বর্ণাঢ্য এই আয়োজনে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ, সর্বস্তরের কর্মী ও প্রাক্তন কোয়ান্টাদের সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞ ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। ১ জানুয়ারি সন্ধ্যার পর নবনির্মিত ‘কোয়ান্টা মঞ্চে’ পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এস আই টুটুল ও তার ব্যান্ড দল ধ্রুবতারা।

এছাড়াও ১ জানুয়ারি সকাল ১১টায় কোয়ান্টামম সেন্টারে উৎসবের শুভ উদ্বোধন করবেন প্রধান অতিথি আনোয়ারা সৈয়দ হক। বেলা ১২টায় কোয়ান্টামম সেন্টার থেকে ফিকরান ক্যাম্পাসের উদ্দেশ্যে বর্ণিল শোভাযাত্রা বের হবে। সেখানে স্কুলের বর্তমান কোয়ান্টারা আগত প্রাক্তন কোয়ান্টা ও অতিথিদের বিউগল ও ড্রাম বাজিয়ে অভ্যর্থনা জানাবে। সেখানেই দুপুরের খাবারের পর শৈশবের অনুভূতি নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান আয়োজিত হবে। বিকেলে ইকরান ক্যাম্পাস ভ্রমণের পর সেন্টারে থাকছে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আর সন্ধ্যার পর থাকছে ব্যান্ড সঙ্গীত পরিবেশনা।

২ জানুয়ারি আয়োজন শুরু হবে হিকমান ক্যাম্পাস ভ্রমণের মধ্য দিয়ে। সেখানে নেয়ামাতান হলে অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ, সম্মাননা-সংবর্ধনা ও উপহার বিতরণী অনুষ্ঠান। এই দুদিন কোয়ান্টামম সেন্টারে মেলা আয়োজিত হবে। দ্বিতীয় দিন বিকেলের পর আনুষ্ঠানিকভাবে এই আনন্দ উৎসবের সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ২০০১ সালে এই স্কুলটি যাত্রা শুরু করে মাত্র সাত জন ছাত্র নিয়ে। তখন প্রতিষ্ঠানটির নাম ছিল কোয়ান্টাম শিশুকানন। ২০ বছরের পরিক্রমায় শিশুকানন এখন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ, বর্তমানে যার ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় আড়াই সহস্রাধিক। এ শিক্ষার্থীদের অধিকাংশই শিশু বয়সে এখানে ভর্তি হয়। তারপর কারো ১২ বছর, কারো ১৩/ ১৪ বছর এই ক্যাম্পাসে কেটে যায়। তাই ২০ বছর পূর্তিতে স্কুলটির নতুন-পুরাতন সকল কোয়ান্টাকে নিয়েই ‘ঘরে ফেরার আনন্দ উৎসব ২০২২’-এর আয়োজন করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com