চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অগ্নিকাণ্ডে একটি পোশাক কারখানার গুদাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার খোয়াজনগর গোল্ডেনসন পোশাক কারখানা ভবনে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যায় কারখানার কাজ শেষ করে শ্রমিকরা স্থান ত্যাগ করার পরপরই কারখানার পঞ্চমতলায় মেশিনের গুদাম ও ষষ্ঠতলায় পোশাকের গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দীর্ঘ দুই ঘণ্টার বেশি সময় ধরে আগুন বের হতে দেখা যায়। এতে গুদামে থাকা মূল্যবান পণ্য সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল আহমদ জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, এখনো জানা যায়নি। তবে গুদামে পণ্য বেশি মজুদ থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি।