1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা আবদুল কাদের

  • সময় শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৮৭ বার দেখা হয়েছে

একটাই ইচ্ছা ছিল তাঁর। ছয়টা মাস বেঁচে থাকবেন। দেখবেন কাছের মানুষদের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না তাঁর। শনিবার পৌষের সকালে চলেই গেলেন তিনি। কঠিন বাস্তবতা মেনে তাঁকে বিদায় জানাবেন প্রিয়জনেরা। রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে বনানীতে দাফন করা হবে বর্ষীয়ান অভিনেতা আবদুল কাদেরকে। পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন অভিনেতা আবদুল কাদের (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী এবং এক ছেলে ও মেয়েকে রেখে গেছেন।

হাসপাতাল থেকে আবদুল কাদেরকে নেওয়া হয় রাজধানীর মোহাম্মদপুরের একটি প্রতিষ্ঠানে। সেখানে গোসল করানোসহ দাফনের জন্য প্রস্তুত করানো হচ্ছে। এখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মিরপুর ডিওএইচএসের বাসায়। বেলা সাড়ে ৩টা থেকে সেগুনবাগিচার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com