ছয় ব্যক্তি-প্রতিষ্ঠানকে রোটারি ক্লাবের সম্মাননা

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা জানিয়েছে রোটারি ক্লাব বনানী, ঢাকা। রোববার (১৫ মে) সন্ধ্যায় বনানীর বুয়েট গ্রাজুয়েট ক্লাবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে পরিবেশ রক্ষায় সৈয়দা রিজওয়ানা হাসান, সাংস্কৃতিক আন্দোলনে অধ্যাপক মলয় ভৌমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অধিকার রক্ষায় সন্জীব দ্রং, সামাজিক কর্মকাণ্ডে ড.সেলিনা খাতুন, স্তন ও জরায়ু ক্যানসার সচেতনতায় রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এবং স্বেচ্ছায় রক্ত দান আর করোনাকালে বিশেষ দাফন কার্যক্রমের জন্য কোয়ান্টাম ফাউন্ডশনকে সম্মানিত করা হয়।

এছাড়া রোটারি ক্লাব বনানী ঢাকা আয়োজিত ফেলোশিপ ডে-তে নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। এসময় রোটারি ক্লাব অব বনানীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লাব প্রেসিডেন্ট ইসমত আরা চৌধুরী বলেন, রোটারি সারা বিশ্বে পোলিও দূর করেছে। কিন্তু এখনো অনেক সমস্যা রয়ে গেছে। সেগুলো দূর করতে বদ্ধপরিকর রোটারি। রোটারি ক্লাব বনানী, ঢাকার প্রধান লক্ষ্য পিছিয়ে থাকা মানুষকে শুধু সহায়তা নয়, স্বনির্ভর করা।

সবশেষে ফজল মিয়া ও তাদের গাজীর পটের গান পরিবেশন করা হয়।

JagoNews24.com (১৭ মে, ২০২২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *