ঈদ উদযাপন করুন পরিবার, প্রতিবেশী ও আত্মীয়স্বজনের সান্নিধ্যে। উৎসবের এই সুখস্মৃতি আপনার ভালো থাকার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেয়াল রাখবেন, ঈদের পুরোটা দিন পরিবারের মহিলা সদস্যদের যেন রান্নাঘরেই ব্যস্ত থাকতে না হয়। অতিথি আপ্যায়ন, খাবার পরিবেশন এবং আনুষঙ্গিক কাজে পরিবারের সবাই সহযোগিতা করুন।
ঘুমিয়ে বা টিভি/ স্ক্রিনের সামনে বসে সারাদিন কাটিয়ে দেবেন না।
আপ্যায়নে আন্তরিক হোন। তবে মাত্রাতিরিক্ত ও লোক-দেখানো আয়োজন থেকে বিরত থাকুন।
ঈদ সালামি দেয়া ও নেয়ার সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন। সালামির নামে শিশুদের হাতে টাকা চলে গেলে আপনার শিশু লোভী ও অপচয়কারী হিসেবে গড়ে উঠতে পারে।
ঈদকে কেন্দ্র করে প্রতিবছর (ফার্নিচার, গহনা, ইলেক্ট্রনিক সামগ্রী ইত্যাদি) কেনাকাটায় ব্যস্ত হবেন না। ডিসকাউন্ট বা মূল্যহ্রাসের ফাঁদে পা দেবেন না।
ঈদের দিনকে কেন্দ্র করে শুধু স্বামী-স্ত্রী বা বন্ধুরা মিলে বিদেশে বেড়াতে যাওয়া বা দেশেই কোনো রিসোর্টে ঈদের ছুটি কাটানোর ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। বয়োবৃদ্ধ মা-বাবা, শ্বশুর-শাশুড়ি এবং আত্মীয়স্বজনের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন।