সিনেমার প্রধান চরিত্র আল্লু অর্জুনের স্টাইলকে নকল করেছেন নাজমুল ইসলাম অপু ও সাকিব আল হাসান।
উইকেটপ্রাপ্তির উল্লাসে পুষ্পার আল্লু অর্জুনের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেছেন তারা ।
মঙ্গলবার বিপিএলের চতুর্থ দিনের প্রথম ম্যাচে ঢাকার বিপক্ষে ১৮ রানে ৪ উইকেট নেন অপু। প্রতি উইকেট উদযাপনেই ‘পুষ্পা’ দেখান সিলেট সানরাইজার্সের এই তারকা। যদিও উইকেট শিকারের পর নাগিন ডান্স দিয়ে থাকেন তিনি।
বাদ যাননি সাকিবও। দ্বিতীয় ম্যাচে অপুর মতোই পুষ্পা উদযাপন দেখালেন তিনি।
টস জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারে ফাফ ডু প্লেসিকে আউট করেন সাকিব।
এরপর নিজের স্বাভাবিক উদযাপন সেরেই পুষ্পার রাজের মতো চোয়ালের নিচ দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন সাকিব।
অপু-সাকিবের এই তামিল সিনেমাপ্রীতি বেশ সাড়া ফেলেছে তার ভক্ত-সমর্থকদের মধ্যে।
মাঠে কেন তামিল সিনেমার অভিনয়কে টেনে আনলেন সেই ব্যাখ্যাও দিয়েছেন নাজমুল ইসলাম অপু।
জানালেন, পুষ্পা সিনেমার নায়কের মতো তিনিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন।
অপু বলেন, ‘আমি পুষ্পা মুভিটা দেখেছি। তো সেখানে নায়ক সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। আলহামদুলিল্লাহ আমিও সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। আসলে ক্রিকেট খেলাটাই এমন, এখানে সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। তাই নাগিনের সাথে এটা যোগ করেছি।’