ফরিদপুরের একটি বাসের চাকা ফেটে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের ধুলদী নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত দুইজনের একজন হলেন মো. শাহীনুর (৩০)। অপরজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ জলিল জানান, একটি বাসের চাকা ফেটে গাছের সঙ্গে বাসটি ধাক্কা খায়। এতে বাসের বেশ কয়েক যাত্রী আহত হয়। আহতদের মধ্যে দুইজন নিহত হয়েছে।