1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল শোক পালন করবে বাংলাদেশ

  • সময় সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৮৪৩ বার দেখা হয়েছে

বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশে এ তথ্য জানিয়েছে।

আদেশে বলা হয়েছে, শোক পালনের অংশ হিসেবে আগামীকাল বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল দেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। সেইসঙ্গে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করা বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা গত ১১ নভেম্বর ইন্তেকাল করেন। ৮৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান।

 

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com