1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

বিরাট-আনুশকার মেয়ের নাম ভামিকা

  • সময় মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ১১১৪ বার দেখা হয়েছে

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তাদের মেয়ের নাম রেখেছেন ভামিকা। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তান কোলে নেওয়া এক ছবি পোস্ট করেছেন বিরাট-আনুশকা দম্পতি। সঙ্গে জানিয়ে দিয়েছেন মেয়ের নাম।

ক্রিকেট ও অভিনয় জগতের দুই তারকা নামটও খুব ভেবে চিন্তে, মিল করে রেখেছেন। নেওয়া হয়েছে বিরাটের নামের প্রথম ইংরেজি অক্ষরটা। শেষে যোগ করা হয়েছে আনুশকার নামের শেষ দুই অক্ষর। নিজেদের নামের সঙ্গে মিল করে মেয়ের নাম রাখা হয়েছে ভামিকা।

মাথায় রাখা হয়েছে ধর্মীয় বিষয়টিও। ভামিকা হলো হিন্দু ধর্মের দেবী দূর্গার অপর নাম। ভামিকা শব্দটা আবার এসেছে ভামা বা ভামাদেভা শব্দ থেকে। যার অর্থ শান্তি, শান্ত ইত্যাদি।

আনুশকা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নতুন সংসারের তিন সদস্যের ছবি দিয়ে লিখেছেন, ‘আমরা ভালোবাসা, বিশ্বাসের সঙ্গে নিজেদের মতো করে সংসার করে যাচ্ছিলাম। কিন্তু ভামিকা এসে সেটাতে অন্য পর্যায়ে নিয়ে গেছে। সে এক মুহূর্তে হাসি, কান্না, মায়া, দ্বিধা, আবেগের অভিজ্ঞতা যোগ করেছে।’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com