1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ অপরাহ্ন

বিয়ের পর দ্রুত সন্তান নেয়া

  • সময় মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৯৯০ বার দেখা হয়েছে

আমি গত একবছর যাবৎ আল্লাহর কাছে বেবি চাচ্ছি এখনো আশায় আছি। আমার বিশ্বাস…

———————- আমি দোয়া করি।

বেশিভাগ ক্ষেত্রে ব্রেনের ‘না’ প্রোগ্রামই বেবি না হবার কারণ!

তো বেবির ব্যাপারে এই পয়েন্টটাও আসলে ক্লিয়ার হওয়া দরকার।

আমরা অধিকাংশ হাজবেন্ড ওয়াইফ এখন নতুন যখন বিয়ে করি আমরা ধরেই নেই যে আমরা তিন চার বছর নিজেরা খুব আনন্দে মৌজ করব। বাচ্চা নেব না। কী হয়? ব্রেনে প্রোগ্রামিং হয়ে যায় না নেয়ার প্রোগ্রাম।

এবং একটা বড় অংশের ক্ষেত্রে তখন আর বাচ্চা হয় না। কারণ ব্রেনে প্রোগ্রাম হয়ে গেছে বাচ্চা নেব না। না নেয়ার প্রোগ্রামের জন্যে তখন বাচ্চা হওয়াটা কঠিন হয়।

এজন্যে কী করবেন? বিয়ে কী জন্যে করা? সংসারের জন্যে। বিয়ের পারপাসটাকে বুঝতে হবে।

দুজনে ঘুরে বেড়ানোর জন্যে না। বেড়ানোটা একটা পার্ট। মূল জিনিস সংসার। বিয়ের পর যত দ্রুত হয় বাচ্চা নিয়ে নেবেন এবং পর পর … ১০ বছর পরে বাচ্চাদের আপনাকে দেখতে হবে না। একটা আরেকটাকে দেখে রাখবে।

আমাদের সময় আমাদের যে মা-বাবারা আমাদেরকে দেখার কতটুকু সুযোগ পেতেন? আমাদের যারা বড় তারা আমাদেরকে দেখত। আর আমাদের যারা ছোট তাদেরকে আমরা দেখতাম।

অর্থাৎ এই সাম্রাজ্যবাদী চালের মধ্যে পড়বেন না। এই ভোগবাদী চালের মধ্যে পড়লে বিপদ আছে!

টেস্ট টিউবে কোনো কল্যাণ নাই…

এরপরে সন্তান চাইতে চাইতে দেখা যাবে যে ঐ যে কী এখন আবার সন্তান হয় না কী যেন কী করে? টেস্ট টিউব।

আরে যদি নরমালি না আসে বুঝবেন যে টেস্ট টিউবে কোনো কল্যাণ নাই। টেস্ট টিউবে যাওয়াটা হচ্ছে টোটালি ইউজলেস।

অতএব সন্তান বিয়ের সাথে সাথে যত দ্রুত আসে ভালো।

সন্তান একটু বড় হয়ে গেলে এরপরে আপনারা হানিমুনে ঘুরে বেড়ান না! বাচ্চা বাচ্চাকে দেখবে আপনি ঘুরে বেড়ান। সময় সুযোগ পাবেন আপনি অনেক।

কারণ বাচ্চাদের তো আপনার সাথে গল্প করার অত সময় নাই। চারজন যথেষ্ট নিজেরা গল্প করার জন্যে, নিজেরা মারামারি করার জন্যে, নিজেরা ঠিক রাখার জন্যে নিজেদের সবকিছু করার জন্যে।

এজন্যে মিনিমাম চারজন!

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com