ভারতে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দাদেবী শিখরের কাছে রবিবার হিমবাহ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। উত্তরাখন্ডের রাজ্য সরকার সোমবার সন্ধায় জানান, এখনো ১৯৭ জন নিখোঁজ রয়েছেন।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উদ্ধার অভিযানে দুই হাজারের বেশি জন কাজ করছেন। যার মধ্যে সেনা, আধাসামরিক বাহিনী এবং পুলিশ আছেন। উত্তরখণ্ডের পুলিশ প্রধান বলেছেন, সোমবার পর্যন্ত ২৬ টি মরদেহ উদ্ধার করা হয়েযন
হিমবাহ ধসের কারণে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে ভয়াবহ বন্যার দেখা দিয়েছে। সেখানে ভাটিতে যে ঋষিগঙ্গা বিদ্যুৎকেন্দ্র রয়েছে, বন্যার প্রথম আঘাতটা সেখানেই আছড়ে পড়ে। এছাড়া পানির তোড়ে পাঁচটি সেতু ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি।