1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
আজও উৎপাদন বন্ধ আশুলিয়ার ২১৯ কারখানায় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক পরিবেশ উপদেষ্টার নির্দেশে প্রবেশ ফি কমলো বোটানিক্যাল গার্ডেনের আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য ৫৮ পোশাক কারখানা বন্ধ ঘোষণা ইতিহাসের পাতায় ১১ সেপ্টেম্বর উষ্ণ হৃদয় ও ঠান্ডা মস্তিষ্কের সম্মিলনে মানুষ হয় ভালো মানুষ, দেশ হয় ভালো দেশ ইতিহাসের পাতায় ১০ সেপ্টেম্বর আন্দোলন যেন থামছেই না, কার্যাদেশ হারানোর শঙ্কা সিভিল সার্জনের কার্যালয়ে কর্মকর্তা কর্মচারীদের ভেতরে রেখেই তালা ঝুলিয়ে দিলেন শিক্ষার্থীরা

ভুল চিকিৎসা যখন মৃত্যুর কারণ

  • সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ১২৭৯ বার দেখা হয়েছে

যত ডক্টরের কাছে কম যেতে হয় তত ভালো
যত সুস্থ থাকবেন তত ভালো। যত ডক্টরের কাছে কম যেতে হয় তত ভালো।

কেন?

আমাদের দেশে ২০১৮ সালে ৫২ লক্ষ মানুষ নিঃস্ব হয়ে গেছে চিকিৎসা করতে গিয়ে!

আমেরিকাতে থার্ড কজ অব ডেথ হচ্ছে ডাক্তারের ভুল চিকিৎসা
খোদ আমেরিকা। আমেরিকাতে থার্ড মেজর কজ অব ডেথ হচ্ছে ভুল চিকিৎসা, ডাক্তার।

ফার্স্ট কজ আমেরিকাতে মৃত্যুর হার্ট ডিজিজ। তারপরে হচ্ছে ক্যান্সার। তারপরে ছিল ফুসফুসের শ্বাসের রোগ কিন্তু সেটা এখন ফোর্থে চলে গেছে।

থার্ড কজ অব ডেথ হচ্ছে ডাক্তারের ভুল চিকিৎসা।

আমেরিকাতে আড়াই লক্ষ মানুষ মৃত্যুর কারণ হচ্ছে ভুল চিকিৎসা, মেডিকেল এরর।

আমাদের দেশে আল্লাহ জানেন এই সংখ্যাটা কত!

যারা ডাক্তারের কাছে যায় তাদের ৩৩ শতাংশ মানুষের পরিণতি হয় সিরিয়াস বা পারমানেন্ট ড্যামেজ অথবা মৃত্যু
এবং আমেরিকাতে জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন তাদের ডাটা কনফার্ম করছে যে, ইনএকুরেট ডায়গোনোসিস ইজ দি নম্বর ওয়ান কজ অব সিরিয়াস মেডিকেল এরর। যে ভুল ডায়াগনোসিস।

টুয়েলভ মিলিয়ন আমেরিকান সাফার ডায়াগনোসিস এরর ইচ ইয়ার ইন এ প্রাইমারি কেয়ার সেটিং। থার্টি থ্রি পারসেন্ট অব হুইচ রেজাল্ট ইন সিরিয়াস অর পারমানেন্ট ড্যামেজ অব ডেথ।

অর্থাৎ যারা ডাক্তারের কাছে যায় তাদের ৩৩ শতাংশ মানুষ সিরিয়াস বা পারমানেন্ট ড্যামেজ অথবা মৃত্যু

অর্থাৎ যারাই ডাক্তারের কাছে যায় তিনজনের একজন। থার্টি থ্রি পার্সেন্ট মানে কি? তিনজনের একজন হয় গুরুতরভাবে পঙ্গু হয়ে যায় বা গুরুতর অসুস্থতা, পারমানেন্ট ড্যামেজ হয়ে যায়, ক্ষতি হয়ে যায় অথবা মৃত্যু।

এগুলো আমেরিকান মেডিকেল রিপোর্ট। এই রিপোর্টটা হচ্ছে অফিসিয়াল জার্নাল অব দি সোসাইটি টু ইম্প্রুভ ডায়াগনোসিস ইন মেডিসিন ভলিউম সিক্স, 2019।

যুক্তরাজ্যে এক লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হয়েছে রোগীদেরকে
যুক্তরাজ্যের কী অবস্থা? ইউকে? ন্যাশনাল হেলথ কেয়ার সার্ভিস এনএইচএস দি লার্জেস্ট পাবলিক হেলথ কেয়ার প্রোভাইডার ইন দি ইউনাইটেড কিংডম হ্যাড হ্যাড টু পে-আউট অ্যা স্টেগারিং ওয়ান বিলিয়ন পাউন্ড ইন ড্যামেজেস ফর মিস ডায়াগনোসিস বিটুইন 2011 এন্ড 17।

ওয়ান বিলিয়ন পাউন্ড! ওয়ান বিলিয়ন পাউন্ড মানে কত?

একশ কোটি পাউন্ড। আমাদের টাকাতে এক লক্ষ কোটি টাকা।

এক লক্ষ কোটি টাকা হচ্ছে ড্যামেজ দিতে হয়েছে ক্ষতিপূরণ দিতে হয়েছে রোগীদেরকে।

আমাদের দেশে যদি এই ক্ষতিপূরণ দিতে হতো ফাইভ স্টার হাসপাতাল একটাও থাকত না।

সতর্ক থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং সুস্থ থাকার জন্যে নিয়ম পালন করতে হবে
তো এজন্যে আমরা সবসময় বলি ডাক্তারের কাছে যত কম যাওয়া যায় তত ভালো।

অতএব সতর্ক থাকতে হবে যত কম অসুস্থ হন। অর্থাৎ সুস্থ থাকতে হবে। এবং সুস্থ থাকার জন্যে আমরা যে নিয়ম পালন করেছি সেই নিয়ম পালন করতে হবে।

[প্রজ্ঞা জালালি, ০৪ মার্চ, ২০২০]

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © RMGBDNEWS24.COM