1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের জরুরি সংবাদ সম্মেলন

  • সময় শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১১৪৯ বার দেখা হয়েছে

ফরিদপুরের আলফাডাঙ্গায় মোহাম্মদ রায়হান রনি নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগ।  শনিবার বেলা ১২টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, আলফাডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি ও ছাত্রলীগের সকল নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে একটি লিখিত বক্তব্যে রনি নিজেকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী দাবি করে বলেন, ‘আমি দীর্ঘদিন ছাত্রলীগের রাজনৈতিক মিটিং-মিছিলে রাজপথে সক্রিয় থেকেছি। বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও রাজনীতি ও হরতালের বিপক্ষে থেকেছি, আপোষহীন ছিলাম।’

রায়হান রনি তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নবগঠিত আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের কমিটিতে আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার পর বারবার একটি কুচক্রি মহল আমাকে ছাত্রদল নেতা বানানোর পাঁয়তারা করছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যাচার মাত্র। কারণ, উপযুক্ত কোনো প্রমাণ ছাড়া শুধুমাত্র একটি কমিটির কাগজ দেখে আমাকে ছাত্রদল বানানোর অপচেষ্টা চলছে।’

তিনি বলেন, ‘আমি যদি সত্যিই ছাত্রদল করতাম তাহলে কেন ছাত্রদল এবং বিএনপি নেতাদের সঙ্গে আমার ছবি থাকবে না? আমি দীপ্ত কণ্ঠে বলব, ছাত্রদল আমার কোনো সিভি এবং ছবি দেখাতে পারবে না। আমি এই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

রবি ‘অপপ্রচারকারীদের’ উদ্দেশ করে বলেন, ‘সামান্য একটা কাগজের উপর নির্ভর করে আমার ব্যক্তিগত রাজনৈতিকজীবন সংকটময় করে তুলবেন না। আর কী কাগজ এবং প্রমাণ আছে সেটা দেখান। ছাত্রদলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ছাত্রদলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতার তথ্য মিথ্যা। রাজনৈতিক কারণে উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয় করার জন্য এই অপপ্রচার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘সম্প্রতি এক টুকরো কাগজ আর ফেসবুকে কুচক্রী মহলের নানা তৎপরতা আমার ব্যক্তিজীবন ও রাজনৈতিকজীবনকে প্রশ্নবিদ্ধ করেছে এবং আমাকে হুমকির মুখে ফেলেছে।’

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com