সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় বাংলাদেশী মাছ ধরার ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের ছোড়া গুলিতে এক জেলে নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো তিনজন। হতাহতদের পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।