1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর

  • সময় মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৮২ বার দেখা হয়েছে

সালটা ১৯৭১। সবেমাত্র মুক্তিযুদ্ধ শেষ হয়েছে। কিছু দিনের মধ্যেই বাংলাদেশ পৌঁছে দিয়েছিলেন লতা মঙ্গেশকর। ২০১৯ সালে টুইটে শিল্পী নিজেই সেই অভিজ্ঞতার কথা টুইটারে তুলে ধরেন। শুধু গিয়েছিলেন তা-ই নয়, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে গিয়ে বিভিন্ন স্থানে গানও গেয়েছিলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। অজন্তা শিল্পীগোষ্ঠীর সঙ্গে বাংলাদেশ গিয়েছিলেন সুর-সম্রাজ্ঞী। বিখ্যাত অভিনেতা সুনীল দত্তের গ্রুপের সঙ্গে এসেছিলেন তিনি।

২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরের টুইটে লতা জানান, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর বিমানে করে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম।’ ১৯৭২ সালেও ঢাকা যান লতা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। একই মঞ্চে পাশাপাশি বসেছিলেন তারা।

বাংলাদেশের একটি সিনেমায় গানও গেয়েছেন কিংবদন্তী শিল্পী। ১৯৭২ সালে মমতাজ আলী ‘রক্তাক্ত বাংলা’ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমায় সংগীত পরিচালক সলিল চৌধুরীর সুরে ‘ও দাদাভাই’ গানটি গেয়েছিলেন লতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারকে নানাভাবে সাহায্য করেন ভারতীয় শিল্পীরা। লতা মঙ্গেশকর ছাড়াও আশা ভোঁসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরী গান গেয়েছিলেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com