২০১৯ সালের ১৪ সেপ্টেম্বরের টুইটে লতা জানান, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শেষ হতেই আমি সুনীল দত্তের গ্রুপের সঙ্গে বাংলাদেশ গিয়ে অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সে সময়ে সেনাবাহিনীর বিমানে করে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম।’ ১৯৭২ সালেও ঢাকা যান লতা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সঙ্গে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। একই মঞ্চে পাশাপাশি বসেছিলেন তারা।
বাংলাদেশের একটি সিনেমায় গানও গেয়েছেন কিংবদন্তী শিল্পী। ১৯৭২ সালে মমতাজ আলী ‘রক্তাক্ত বাংলা’ নামে মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমায় সংগীত পরিচালক সলিল চৌধুরীর সুরে ‘ও দাদাভাই’ গানটি গেয়েছিলেন লতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সরকারকে নানাভাবে সাহায্য করেন ভারতীয় শিল্পীরা। লতা মঙ্গেশকর ছাড়াও আশা ভোঁসলে, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মোহাম্মদ রফি, মান্না দে, সলিল চৌধুরী গান গেয়েছিলেন।