1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

মৃত্যুপথযাত্রীর শেষ কথা

  • সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ১২৩৯ বার দেখা হয়েছে

মৃত্যুপথযাত্রীর শেষ কথা

তোমরা মৃত্যুপথযাত্রীকে ‘লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই)’ বলতে উদ্বুদ্ধ করো।
—আবু সাঈদ খুদরী (রা); মুসলিম, নাসাঈ

যে ব্যক্তির শেষ কথা হবে, ‘লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই)’, সে জান্নাতে প্রবেশ করবে।
—মুয়াজ ইবনে জাবল (রা); আবু দাউদ, হাকেম

‘আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই’ এই নিশ্চিত জ্ঞান নিয়ে যে মৃত্যুবরণ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
—উসমান ইবনে আফফান (রা); মুসলিম

মৃতের প্রশংসা

তোমরা মৃতের প্রশংসা করলে তার জন্যে জান্নাত ওয়াজিব হয়। আর মৃতের নিন্দা করলে তার জন্যে জাহান্নাম ওয়াজিব হয়। তোমরা পৃথিবীতে তার (সৎ বা অসৎ) কর্মের সাক্ষী। (অতএব মৃতের প্রতি দোষারোপের ব্যাপারে দায়িত্বশীল হও।)
—আনাস ইবনে মালেক (রা); বোখারী, মুসলিম

মৃতদের গালি দিও না। তাদের সম্পর্কে খারাপ কথা বোলো না। কারণ তারা ইতোমধ্যেই তাদের কর্মফল ভোগ করছে।
—আয়েশা (রা); বোখারী

মৃতের ব্যাপারে খারাপ কথা না বলে, তার গুণ ও ভালো কাজ নিয়ে আলোচনা করো।
—আয়েশা (রা); নাসাঈ

সন্তানের মৃত্যু

যখন কোনো বিশ্বাসী বান্দার সন্তানের মৃত্যু হয়, তখন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞেস করেন, তোমরা কি আমার অমুক বান্দার সন্তানকে নিয়ে এসেছ? ফেরেশতারা বলে, হাঁ! আল্লাহ তখন বলেন, তোমরা তার হৃদয়ের ফুল ছিনিয়ে এনেছ। ফেরেশতারা বলে, হাঁ! তখন আল্লাহ জিজ্ঞেস করেন, আমার বান্দা কী বলল? ফেরেশতারা জবাব দিল, সে আপনার প্রশংসা করল এবং ‘ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন (আমরা সবাই আল্লাহর। তাঁর কাছ থেকে এসেছি। আমরা তাঁর কাছেই ফিরে যাব)’ বলল। আল্লাহ তখন বলেন, আমার এই বান্দার জন্যে জান্নাতে একটি মহল বানিয়ে দাও।
—আবু মুসা আশয়ারী (রা); তিরমিজী, আহমদ

কোনো বিশ্বাসীর তিন সন্তান সাবালক হওয়ার আগেই মারা গেলে এই সন্তানদের মৃত্যুর কারণে আল্লাহর অনুগ্রহে সে জান্নাতে দাখিল হবে।
—আনাস ইবনে মালেক (রা); বোখারী, মুসলিম

কোনো মায়ের জীবদ্দশায় তার তিনটি সন্তান মারা গেলে এই মৃত সন্তানেরা তার মা ও জাহান্নামের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। এমনকি দুটি মৃত সন্তানও একইভাবে দেয়াল হয়ে দাঁড়াবে।
—আবু সাঈদ খুদরী (রা); বোখারী, মুসলিম

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com