আসলে, মৃত্যু কম হোক আর বেশি হোক, সবসময়ই বেদনাদায়ক। কিন্তু এত উন্নত চিকিৎসাব্যবস্থা নিয়ে পাশ্চাত্যের দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, তাদের মৃতের সংখ্যা বাংলাদেশের মৃতের সংখ্যার চেয়ে ১৯ গুণ বেশি।
এত উন্নত চিকিৎসাব্যবস্থার পরেও কেন মৃতের এত হার!
আর আমাদের এই চিকিৎসাব্যবস্থা নিয়েও ০.০১ শতাংশ কেন?
কারণটা খুব সুস্পষ্ট।
আমরা পরম করুণাময়ের উপর ভরসা করেছি এবং পরম প্রভুই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সহজাতভাবে দিয়েছেন।
আর এ রোগ প্রতিরোধ ক্ষমতার মূল উৎস হচ্ছে স্বজনের প্রতি, মানুষের প্রতি আমাদের মমতা।
এই মমতা, এই টান, এই হৃদয়ভরা টান, এই টানই একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই টানই তাকে বেঁচে থাকার শক্তি যোগায়।
প্রিয় সুহৃদ, ঈদের আগে সবকিছু খুলে দেয়া হয়েছিল। মানুষ কর্মে ঝাঁপিয়ে পড়েছে। ঈদের পরে কয়েকদিন সবকিছু বন্ধ থাকছে।
এটা ঈদ পরবর্তী ছুটি হিসেবে মন্দ নয়। কিন্তু এরপরে জীবন যেরকম গুরুত্বপূর্ণ, জীবিকা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়।
অন্যের সাহায্য নিয়ে বেঁচে থাকার চেয়ে শ্রম-অর্জিত শুকনো রুটি, নুন-ভাত অনেক বেশি সম্মানের।
আর আমাদের জাতিসত্তা এখন নতুন আত্মবিশ্বাসে বলীয়ান।
এবং সেই বিশ্বাস নিঃসন্দেহে আমাদেরকে নতুন সমৃদ্ধির পথে নিয়ে যাবে।