রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশচাপায় শ্বাসরোধ করে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী।
সোমবার দিবাগত রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার ভোরে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছে।
নিহতরা হলেন- একই এলাকার ফিরোজের স্ত্রী পলি খাতুন (২০) ও তার মেয়ে ফারিয়া (৫ মাস)।
পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। রাজধানীতে গ্রেফতার স্বামী ফিরোজকে রাজশাহীর পুটিয়া থানায় আনা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।