1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

রাজশাহীতে মাদকাসক্ত স্বামীর হাতে স্ত্রী–সন্তান খুন

  • সময় মঙ্গলবার, ৫ জানুয়ারি, ২০২১
  • ৮৪৬ বার দেখা হয়েছে

রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী ও পাঁচ মাসের শিশুকে বালিশচাপায় শ্বাসরোধ করে হত্যা করেছে তার মাদকাসক্ত স্বামী।

সোমবার দিবাগত রাতে উপজেলার গোপালহাটি গ্রামের ফকিরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় মঙ্গলবার ভোরে রাজধানীর দারুসসালাম এলাকা থেকে ঘাতক স্বামী ফিরোজকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ঢাকা থেকে রাজশাহী আনা হচ্ছে।

নিহতরা হলেন- একই এলাকার ফিরোজের স্ত্রী পলি খাতুন (২০) ও তার মেয়ে ফারিয়া (৫ মাস)।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে মঙ্গলবার ভোরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। রাজধানীতে গ্রেফতার স্বামী ফিরোজকে রাজশাহীর পুটিয়া থানায় আনা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com