1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪২ অপরাহ্ন

সঠিক জীবনদৃষ্টি অনুসারে জীবনে বিনোদনের প্রয়োজনীয়তা কতটুকু?

  • সময় বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ৬৭ বার দেখা হয়েছে

ঘরে-বাইরে সবার জন্যেই এখন রয়েছে বিনোদনের নানা রকম সুযোগ ও ব্যবস্থা। প্রশ্ন হলো, সঠিক জীবনদৃষ্টি অনুসারে জীবনে বিনোদনের প্রয়োজনীয়তা কতটুকু? থাকলে সঠিক ও সুস্থ বিনোদন কী হতে পারে?

প্রশ্নটা সমসাময়িক প্রেক্ষাপটে অত্যন্ত জরুরি। কারণ ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, টিভি সিরিয়াল আর স্মার্টফোন কিংবা স্মার্ট টিভির সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়াকেই এখন বিনোদন মনে করা হয়। কিন্তু বাস্তবতা ভিন্ন। এগুলো কোনোভাবেই সুস্থ বিনোদন হতে পারে না।

কারণ মানুষে মানুষে বাস্তব যোগাযোগবিহীন এসব তথাকথিত বিনোদন আপনাকে কখনোই নতুন প্রাণশক্তি ও কর্মোদ্যমে উজ্জীবিত করে না; বরং আপনাকে অবসন্ন করে। আরো নিষ্ক্রিয় ও নিস্তেজ করে তোলে। অথচ সত্যিকার বিনোদন তো সেটাই, যা আপনার মধ্যে নতুন উদ্দীপনা জোগাবে এবং আপনি দ্বিগুণ উদ্যমে কাজে নেমে পড়বেন।

কিন্তু স্ক্রিননির্ভর বিনোদনে কি তা হয়? কখনোই না। একথা আমরা বলছি এক দশকেরও বেশি সময় ধরে। পৃথিবীজুড়ে এখন মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরাও তা-ই বলছেন—হতাশা, মনোবৈকল্য, উদ্যমহীনতা, বিষণ্নতা ও কর্মবিমুখতার অন্যতম প্রধান কারণ এসব প্রযুক্তিপণ্যের আগ্রাসন। কারণ বিনোদনের নামে এসব একদিকে জীবনের মূল্যবান সময় কেড়ে নিচ্ছে, অন্যদিকে গড়ে তুলছে আসক্ত, পরিশ্রমবিমুখ ও মেধাহীন একটি প্রজন্ম।

যে-কারণে প্রযুক্তি মাফিয়ারা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ও শিশুদের হাতে স্মার্টফোন-সহ নিত্যনতুন প্রযুক্তিপণ্য তুলে দিচ্ছে। কিন্তু তারা নিজেদের সন্তানদের কখনোই এসব উপকরণ হাতে নিতে দেয় না—সেটা বিনোদনের জন্যেই হোক বা যোগাযোগের প্রয়োজনেই হোক। কারণ এর পরিণতিটা তারা ভালোভাবেই জানে। অতএব নিজেরা বাঁচুন। সন্তানদের বাঁচান। সন্তানদেরকে পরিশ্রমনির্ভর জীবনযাপনে উৎসাহিত করুন।

আর সঠিক জীবনদৃষ্টির সাথে বিনোদনের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু সেটা হতে হবে সুস্থ বিনোদন। যেমন, চিরায়ত সাহিত্য ও আত্ম উন্নয়নমূলক বই পড়া, মানুষ ও প্রকৃতিকে জানতে ভ্রমণ, বাগান করা, খেলাধুলা, সুস্থ সংস্কৃতির চর্চা ইত্যাদি। এমনকি বঞ্চিত-অসহায় মানুষের কল্যাণে প্রতিদিন নিয়ম করে কিছুটা সময় দেয়াও হতে পারে আপনার জন্যে নতুন অনুপ্রেরণার উৎস।

এককথায় যা আপনাকে আসক্ত করে, বাস্তব যোগাযোগ-বিচ্ছিন্ন একা মানুষে পরিণত করে, নেশাগ্রস্ত করে, জীবনের মূল্যবান সময় নষ্ট করে, মেধার বিকাশকে বাধাগ্রস্ত করে, অবসন্ন করে এবং আপনার অর্থনাশের কারণ হয় সেটা বিনোদন নয়। জুয়া যেমন কখনো বিনোদন হতে পারে না, মাদক কখনো বিনোদন হতে পারে না। যা আপনাকে স্বস্তি দেয়, প্রশান্ত ও পরিতৃপ্ত করে, সেটাই সত্যিকারের বিনোদন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com