1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

স্ত্রীর কাছে অনেক সময় টেকনিক্যাল কারণে মিথ্যা বলতে হয়। এটা কি ঠিক ?

  • সময় সোমবার, ২১ জুন, ২০২১
  • ১১২৬ বার দেখা হয়েছে
স্ত্রীর কাছে অনেক সময় টেকনিক্যাল কারণে মিথ্যা বলতে হয়। এটা কি ঠিক হচ্ছে?
স্ত্রীকে মিথ্যা বলতে হয়, এমন কোনো টেকনিক্যাল কারণই থাকা উচিত নয়। অর্থাৎ এমন কোনো কাজ করা উচিত নয়, যার জন্যে মিথ্যা বলতে হয়।
এ-ক্ষেত্রে টেকনিক্যাল বা জেনারেল নয়, মূল বিবেচ্য হওয়া উচিত-কারণটি ন্যায়, না অন্যায়। যেমন অনেক স্ত্রী চায় না স্বামী তার মা-বাবাকে টাকাপয়সা দিক বা ঘন ঘন দেখতে যাক।
সে-ক্ষেত্রে স্বামীটিকে কুশলী হতে হবে। কারণ মা-বাবাকে সাহায্য করা, তাদের খোঁজখবর নেয়া তার কর্তব্য। কিন্তু স্ত্রী যেহেতু পছন্দ করে না, তাই তাকে জানালেও অশান্তি।
এ-ক্ষেত্রে তাকে না জানিয়ে অফিসে যাওয়া-আসার পথে বা অন্য সুযোগে যদি ছেলে তার কর্তব্য পালন করে, তাতে কোনো বাধা নেই। স্ত্রী তো আর সারাক্ষণ তাকে পাহারা দিচ্ছে না।
তবে স্ত্রী যদি গোয়েন্দাগিরি করে জেনে নেয়ার মানসিকতার হয়, সে-ক্ষেত্রে দৃঢ়তার সাথে সত্য বলাটাই ভালো।
কাজেই ন্যায়সঙ্গত কারণ, যেখানে স্ত্রী জানলে অশান্তি হবে-এ আশঙ্কায় গোপন করা আর অন্যায় বা ভুল করে সেটা ঢাকার জন্যে মিথ্যাচার করা, এ দুয়ের মধ্যে পার্থক্য রয়েছে।
ক্ষেত্রবিশেষে প্রথমটি করা যেতে পারে, কিন্তু দ্বিতীয়টি কিছুতেই সমর্থনযোগ্য নয়।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com