1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

হেফাজত নেতা ওয়াসিক বিল্লাহ নোমানী গ্রেফতার

  • সময় সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১১৯৬ বার দেখা হয়েছে

রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার’ অভিযোগে হেফাজতে ইসলামের অনুসারী ও বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার বিকালে তাকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে কোতোয়ালি জেলা গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে আইসিটি আইনে একটি মামলা করা হয়েছে। বর্তমানে জেলা গোয়েন্দা শাখার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নোমানী নেত্রকোনা জেলার পূর্বধলা থানার মনোরঞ্জন দাসের ছেলে। তিনি সেনবাড়ি রোড একটি মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ জানিয়েছে। তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। তার আগের নাম ছিল চয়ন কুমার দাস। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার নোমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নগরীর সেনবাড়ি রোডস্থ মসজিদের সামনে ধর্মীয় ও রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রদানের সময় রোববার বিকাল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। জেলা শ্রমিক লীগ নেতা ও জেলা সিএনজি-মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম শাহীন বাদী হয়ে তার বিরুদ্ধে আইসিটি আইনে কোতোয়ালি মডেল থানায় এই মামলা করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com