1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

HCSB এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

  • সময় শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ১১৫৮ বার দেখা হয়েছে

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, HR & Compliance Society of Bangladesh (HCSB) এর উদ্যোগে আগামী ২৭ই নভেম্বর ২০২০ ইং রোজ শুক্রবার এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।
বিষয় – “SEDEX Guidance Documents, CoC Standards and SMETA Measurement Criteria.

প্রশিক্ষক হিসেবে থাকবেন সকলের পরিচিত: জনাব, নাজমুল হক তুষার (Regional Operation Manager, ALGI (Bangladesh, India & Myanmar) Advocate, LL.B (Hon’s) & LL.M at University of Dhaka Over 13 years of experiences on Social Compliances, Environmental, Security and Different Scheme & Certification Audits.)
প্রশিক্ষণ ফি – রেজিষ্ট্রার্ড সদস্য ১২০০/- (এক হাজার দুইশত) টাকা ও নন রেজিষ্ট্রার্ড সদস্য ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা মাত্র।

ভেন্যু – হোটেল মেরিনো, উত্তরা। সর্বোচ্চ ৩০ জন প্রশিক্ষণার্থীকে সুযোগ প্রদান করা হইবে, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রশিক্ষণার্থী বাছাই করা হইবে। প্রশিক্ষণ ফি জমা দেয়ার শেষ তারিখ – ২০ নভেম্বর /২০২০ইং। প্রশিক্ষণ ফি জমা দেয়ার নিয়ম –
মো: সোহেল রানা – 01710721321-9 ( ডাচ বাংলা মোবাইল ব্যাংক),
মো: ইমরানুল ইসলাম – 01738076343 ( বিকাশ এবং নগদ) (বিকাশ, নগদ অথবা ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠিয়ে উক্ত নাম্বারে কনফার্ম করার অনুরোধ করা হইলো)। এছাড়াও সার্বিকভাবে সকল তর্থের জন্য
জনাব, আনোয়ার সাদাত ( 01712- 468579) নাম্বারে যোগাযোগ করতে পারেন। সুযোগ সুবিধা – সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হইবে, সকালের নাস্তা,দুপুরের খাবার,বিকালের নাস্তা এবং প্রয়োজনীয় কাগজ পত্রাদি সরবরাহ করা হইবে। তাই যাহারা উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করিতে ইচ্ছুক অতিসত্বর ফি প্রদান করে অংশগ্রহণ নিশ্চিত করার অনুরোধ করা হইলো।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com