1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
রবিবার, ২৩ মার্চ ২০২৫, ০৭:৩৪ পূর্বাহ্ন

অনেক চেষ্টার পরও পরিবারের লোকজনদের শত্রু মনে হয় কেন?

  • সময় মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১১৬২ বার দেখা হয়েছে

অনেক চেষ্টার পরও পরিবারের লোকজনদের শত্রু মনে হয় কেন? পারিবারিক ঐক্য বজায় রাখতে একটিমাত্র সূত্র জানতে এবং মানতে চাই, মৃত্যুর পূর্বে যেন ঐক্য দেখে যেতে পারি।

পরিবারের লোকজন কি আপনার সাথে শত্রুতা করছে, নাকি আপনি মনে করছেন তারা আপনার শত্রু? যদি আপনি মনে করেন তারা আপনার শত্রু, তাহলে সমস্যাটা আপনার। আপনি শুধু দৃষ্টিভঙ্গিটা বদলে দিন যে, তারা আমার শত্রু না, আমার বন্ধু; দেখবেন, আর সমস্যা হচ্ছে না। আরেকটি ব্যাপার হলো, পরিবারের বাবা বা বড় ভাই বা বোন—যারা হয়তো একসময় পরিবারের জন্যে অনেক করেছেন, তারা মনে করেন, ভাইবোন বড় হয়ে যাওয়ার পরও আগের মতোই বিনা বাক্যব্যয়ে সব মেনে নেবে বা সারাক্ষণ তাকেই মধ্যমণি ভাববে। এটা বাস্তবসম্মত নয়।

একটা পর্যায়ের পর সবাই ইনডিভিজ্যুয়াল হয়ে যায়, তখন সবার মতামতকেই গুরুত্ব দিতে হয়। তখন যদি বড় ভাই বা বোন, এমনকি বাবাও নিজের মত চাপিয়ে দিতে চান, সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। তখন ঐক্য থাকে না। ঐক্য তখনই আসবে, যখন সবার মতকে আপনি গুরুত্ব দেবেন এবং সবাই মিলে সবার পারস্পরিক মতের গুরুত্ব দেবেন। দৃষ্টিভঙ্গি হওয়া উচিত—তোমরা পাঁচ জন মিলে বা ১০ জন মিলে যে সিদ্ধান্ত নেবে, আমার সিদ্ধান্তও তা-ই। তাহলে দেখবেন, আপনার আর কোনো সমস্যা নেই।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com