আনোয়ার সাদাত – ময়মনসিংহ প্রতিনিধি।
- একটি হারানো বিজ্ঞপ্তিঃ
গত ০৮-১০-২০২১ ইং রোজ শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লাস্থ ভূইগড়, রুপায়ন টাউন থেকে দুই এতিম সহোদর বোন যথাক্রমে, মুক্তারা- বয়স ৭ বছর ও পাখি বয়সঃ- ৫ বছর হারিয়ে গিয়েছে। উভয়েই পিতামৃত আব্দুল জব্বার, জন্মসূত্রে ময়মনসিংহ সদর উপজেলার ২৬ নং ওয়ার্ডের ভাটিবাড়েয়ার সন্তান। গত ০৮/১০/২০২১ এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় (জিডি নং -৪৯৬) একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।তারা দু’জন বাসা থেকে বের হওয়ার ফুটেজ সিসি ক্যামেরায় দেখা গিয়েছে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি শিশু দুটির সন্ধান পান তাহলে অনুগ্রহপূর্বক ফতুল্লাস্থ ভূইগড়, রুপায় টাউন গেইটে, ফতুল্লা মডেল থানায় অথবা ০১৭৫৮৬৩২৫২৪ এ নাম্বারে কল করার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে।