সেইসাথে আসলে এইসময়ে করোনা এবং বন্যাদুর্গতদের জন্যে সাহায্য-সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ।
অনেকে চাইতে পারে। তারা লঙ্গরখানায় যেতে পারেন, তারা রিলিফের জন্যে লাইনে দাঁড়াতে পারেন। তারা মোটামোটি একটা ব্যবস্থা হয়ে যায়।
কিন্তু বহু মানুষ রয়েছেন, এমনকি আমাদের পরিবারের মধ্যেও রয়েছেন যারা ঘরে চাল না থাকলেও কারো কাছে হাত পাততে পারবেন না। এদের সাহায্য-সহযোগিতাটা করাটা খুব প্রয়োজন। এদের নিরবে আমরা সহযোগিতা করতে চাই।
এবং এটার জন্যে সামনে যে ঈদ, কোরবানির ঈদ ঈদের যদিও এবার অনেকেই খরচ কম করবেন এবং অনেকে খরচ করতেও পারবেন না।
কিন্তু যাদের খরচ করার সামর্থ্য রয়েছে, কোরবানির ঈদের যা খরচ, এই খরচটা এবারের বিশেষ অবস্থার প্রেক্ষিতে এই বন্যা এবং করোনাজনিত পরিস্থিতির প্রেক্ষিতে আমরা যদি এটাকে বাঁচিয়ে রিলিফ ফান্ডে আমরা দান করি আমার মনে হয় এর চেয়ে বড় পুণ্য এর চেয়ে বড় সওয়াব আর কিছু হবে না এইসময়ের জন্যে!