একটা প্রশ্ন এর মধ্যে একজন করেছিলেন। যে ডিপিএস থেকে লোন নিয়েছেন তিনি। এখন কোরবানি করার জন্যে চাপ দিচ্ছে।
আসলে ঋণ করে কোরবানি হয় না। আর যখন ডিপিএস থেকে লোন নিচ্ছেন, সে ঋণের আপনার সুদ দিতে হচ্ছে। আপনি ঋণ শোধ করবেন তো সুদসহ, সুদ ছাড়া না। তো আপনি বরং আরো কী হচ্ছেন? গুনাহগার হচ্ছেন। অতএব ঋণ করে কেউ ফুটানি করতে যাবেন না।
ঋণ করে ফুটানি করবেন, কী হবে? ঋণং কিত্তয়া ঘৃতং পিভেত, যাবজ্জীবন দুঃখে যাবেত। এটা সংস্কৃত প্রবচন।
ঋণং কিত্তয়া মানে হচ্ছে ঋণ করে, ঋণং কিত্তয়া ঘৃতং ঘি কিনে খেলে, পিভেত মানে পান করলে – খেলে, যাবজ্জীবন মানে সারাজীবন দুঃখে যাবে।
অতএব ঋণ করে কেউ ফুটানি করতে যাবেন না। ঋণ করে কী করতে যাবেন না? স্ট্যাটাস দেখাতে যাবেন না। বেলুনের মতো স্ট্যাটাস ফুটা হয়ে যাবে।