1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন বছর,নতুন বাংলাদেশ রক্তের বিকল্প শুধুই রক্ত তাই সেবাদানের ক্ষেত্রে রক্তদাতারা সমাজে উজ্জ্বল নক্ষত্র দীর্ঘসূত্রিতা : ধর্মীয় ব্যাখ্যা প্রতিভাবানদের সাফল্যের রহস্য কী? পান্তা-ইলিশ নয়, পান্তাপিয়া দিয়েই আসুন আমরা আয়োজন করি আমাদের বৈশাখী ঢাকা কোয়ালিফাইন লীগে ঢাকা ডায়মন্ডস স্পোর্টিং ক্লাবের বড় জয় কালোজিরা : নবীজী (স) যাকে বলেছেন মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা! নসিবো ভাইরাসে সংক্রমিত হওয়া থেকে সতর্ক থাকুন AABAD Khulna University এর অর্থায়নে ও এবং এন এফ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ । ঈদের বেতন-বোনাস পায়নি৭ কারখানার শ্রমিকরা

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের দুইয়ে দুই

  • সময় বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
  • ৫১৪ বার দেখা হয়েছে
মেয়েদের অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৩৬ রানে জিতেছে বাংলাদেশ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলের বিপক্ষে সম্মিলিত চেষ্টায় দলকে লড়ার মতো পুঁজি এনে দিলেন ব্যাটাররা। পরে বোলাররাও রাখলেন অবদান। দুই বিভাগে চমৎকার পারফরম্যান্সে বয়সভিত্তিক ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশের মেয়েরা।
কক্সবাজারে শনিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয় ৩৬ রানে। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৩৬ রান করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১০০ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।
এদিন বাংলাদেশের ব্যাটারদের কেউ বড় রান করতে না পারলেও, সবাই খেলেন কার্যকর ইনিংস। ব্যাটিংয়ে নামা পাঁচ ব্যাটারের চার জনই স্পর্শ করেন দুই অঙ্ক।
চতুর্থ ওভারে ইভাকে (১ চারে ৬) হারায় বাংলাদেশ। এরপর ৪২ রানের জুটি গড়ে দলকে কক্ষপথে রাখেন সুমাইয়া আক্তার সুবর্ণা ও আরবিন তানি। ২ চারে ২৪ রান করে বিদায় নেন সুবর্ণা, ৩ চারে আরবিন করেন ৩০ বলে ৩১।
এরপর ঝড়ো ব্যাটিংয়ে দলের রান বাড়ান সুমাইয়া আক্তার। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪টি চারে তার ব্যাট থাকে আসে ২৪ বলে ৩২ রান। সুমাইয়ার সঙ্গে ৪৬ রানের জুটি গড়ার পথে ৩ চারে ২৩ বলে ২৩ রান নিয়ে অপরাজিত থাকেন রাবেয়া।
রাবেয়া পরে বল হাতেও দেখান ঝলক। মিতব্যয়ী বোলিংয়ে ৪ ওভারে স্রেফ ১০ রান দিয়ে নেন ১ উইকেট। এই অলরাউন্ড পারফরম্যান্স তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার। শ্রীলঙ্কার বিপক্ষেও দলের জয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা হয়েছিলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলার অবশ্য আফিয়া আসিমা ইরা। ৪ ওভারে ১২ রান দিয়ে তার শিকার ২ উইকেট, করেছেন একটি মেডেন ওভারও। ১৭ রান দিয়ে একটি উইকেট প্রাপ্তি ফারিয়া আক্তারের।
রান তাড়ায় অবশ্য পাকিস্তানের শুরুটা ছিল আশা জাগানিয়া। আয়মান ফাতিমা ও সামিয়া আফসারের ৫১ রানের উদ্বোধনী জুটিতে তারা পায় শক্ত ভিত। ৩ চারে ২৫ রান করা সামিয়াকে বোল্ড করে প্রতিরোধ ভাঙেন আফিয়া।
কয়েক ওভার পর আরেক ওপেনার ফাতিমার স্টাম্প ভেঙে দেন রাবেয়া। ১ ছক্কা ও ৫ চারে ৩৯ রান করেন ফাতিমা। দুই ওপেনারের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। নিয়ন্ত্রিত বোলিংয়ে নিয়মিত উইকেট নিয়ে তাদেরকে আটকে দেয় বাংলাদেশ।
বাংলাদেশের পরের ম্যাচ রোববার, শ্রীলঙ্কার বিপক্ষে। এর একদিন পর লঙ্কানদের মুখোমুখি হবে পাকিস্তান।

জেমস্ আহমেদ
গাংনী,মেহেরপুর।

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com