বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে রহস্যজনকভাবে ধারালো অস্ত্র হাতে ঘোরাফেরা করছিল দুই যুবক। পুলিশের সন্দেহ হওয়ায় সোমবার রাত সাড়ে ৩টায় উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ছাতিয়ানগ্রাম বাজারের আশরাফুল ইসলামের ছেলে রাফিক সরকার রাফি (২২) ও রুহুল আমিন হেলালের ছেলে মেজবাউল হক (২২)। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ছাতিয়ানগ্রাম বাজার মসজিদের সামনের সড়কে রাফি সরকার ও ফারুক নামের দুই যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টায় বাজার এলাকায় রাত্রিকালিন টহল পুলিশ তাদের দেখতে পান। এসময় তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক জবাব দিতে পারেনি। ফলে তাদের দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গি ও সার্টের পিছনে অভিনব কায়দায় লুকিায়ে রাখা ধরালো দুইটি বার্মিজ (ফোল্ডিং) চাকু উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। আসামি রাফির নামে দুইটি ও মেজবাউল হকের নামে থানায় পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছেন পুলিশ।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউরল করিম রেজা জানান, ওই দুই যুবক যেকোন ধরনের অপরাধ সংঘটিত করতে পারে সন্দেহে তাদের ধারালো অস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।