রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের কুতুবছড়ি এলাকায় পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ভোরে বিকট শব্দ শুনে বাজারের লোকজন দৌঁড়ে ঘটনাস্থলে যান। সেখানে একটি পাথরবোঝাই ট্রাক খালে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এসে উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় তিনটি মরদেহ উদ্ধার করেন তারা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কার্যক্রম চলছে বলে জানান তিনি।