আসলে শিশুর জন্মগ্রহণ করার পরে শিশুর প্রথম অধিকার হচ্ছে মায়ের বুকের দুধ।
স্বাস্থ্যগত কারণ ছাড়া কোনো মা কখনো শিশুকে বুকের দুধ থেকে বঞ্চিত করবেন না।
কারণ মনোবিজ্ঞানীরা দীর্ঘ গবেষণায় দেখেছেন- যে শিশু জন্মের পরে মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়েছে বড় হওয়ার পরও যত শক্তিমান হোক যত বিত্তবান হোক যত বলবান হোক যত ক্ষমতাবান হোক সে সবসময়ই একটা ফিলিং অফ ইনসিকিউরিটিতে ভোগে।
কারণ নিরাপত্তার যে স্মৃতি- মায়ের বুকের দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ার যে স্মৃতি যে শিশু বুকের দুধ পায় নি সেই স্মৃতি থেকে সে বঞ্চিত থাকে। যার ফলে সে সবসময়ই এক ধরনের নিরাপত্তাহীনতায় ভোগে।
বুকের দুধ পান করানোর ক্ষেত্রে আমাদের যে সচেতনতা গত এক যুগে আরো বৃদ্ধি পেয়েছে। এজন্যে আমরা সচেতন মা-দের অভিনন্দন জানাই।
এবং ভূমিষ্ঠ হওয়ার প্রথম ঘণ্টায় বুকে টেনে নিয়ে বুকের দুধ খাওয়ানোর এই মমতাই বাঙালির অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্যোগ প্রতিরোধ ক্ষমতা এবং আশাবাদী দৃষ্টিভঙ্গির অন্যতম অনুঘটক।