করোনার সময়ে বিকল্প পদ্ধতিতে পরীক্ষা নেয়া এবং যথাসময়ে কোর্স সম্পন্ন করতে অনলাইন ক্লাস শুরুসহ চার দফা দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন এমবিবিএস ও বিডিএস কোর্সে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার (১ নভেম্বর) সকালে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।
সকাল ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বেসরকারি মেডিকেল কলেজে করোনার সময় শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও নিয়ম না মেনে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত বেতন নেয়া হচ্ছে। তারা এই অনিয়ম বন্ধের দাবি জানায়।
পরীক্ষা ও ক্লাস বিষয়ক সব আদেশের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে মেডিকেলের শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনার কথা জানান তারা।