1. [email protected] : আরএমজি বিডি নিউজ ডেস্ক :
  2. [email protected] : adminbackup :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২০ অপরাহ্ন

শীতে কাঁপছে স্পেন

  • সময় বুধবার, ১৩ জানুয়ারি, ২০২১
  • ১১০৩ বার দেখা হয়েছে

ভয়াবহ শীতে কাপছে স্পেন।মাইনাস ২৫ ডিগ্রিতে নেমে এসেছে স্পেনের তাপমাত্রা।  হাড় কাপানো ঠান্ডায় হিমশিম খাচ্ছে স্থানীয় জনজীবন।প্রচন্ড এই ঠান্ডায় এখন পর্যন্ত সাতজনের জীবনহানি ঘটেছে।

এই পরিস্থিতিতে বয়স্কদের বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। সোমবার রাতে স্পেনের মোলিনা ডি আরাগন এবং তেরুয়েল এলাকার তাপমাত্রা নেমে এসেছিল মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াসে যা স্পেনের ইতিহাসে ২০ বছরের মধ্যে সর্বনিম্নের রেকর্ড। স্টর্ম ফিলোমেনা বরফের শহরে পরিণত হয়েছে আর এতে করে পরিবহন ব্যবস্থা ভয়াবহ সমস্যার সম্মুখীন হয়েছে।
বিশেষজ্ঞ স্বাস্থ্য সংশ্লিষ্টরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, সোমবার মাদ্রিদের আঞ্চলিক হাসপাতালগুলোতে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ ভর্তি হয়েছেন, যারা বরফ দুর্ঘটনা দ্বারা আহত। অর্থাৎ, হাসপাতালগুলোতে প্রতি ঘণ্টায় রোগী আসছেন গড়ে ৫০ জনেরও বেশি।

এছাড়া এই পরিস্থিতিতে  বিপর্যস্ত হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা। বরফ কেটে কেটে রাস্তা পরিষ্কার করা হচ্ছে,যা স্পেনবাসীর জন্য জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এই শাখার আরো সংবাদ পড়ুন
All Rights Reserved © rmgbdnews24.com