আজ ১৮ অক্টোবর সংগীতশিল্পী এবং অভিনেতা তাহসান খানের জন্মদিন। রাতেই বেশ কয়েকজন বন্ধু মিলে কেক কেটেছেন। ফেসবুকে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের ধন্যবাদ জানিয়েই সময় চলে যাচ্ছে শিল্পীর। তবে বিশেষ এই দিনে পাশে নেই মেয়ে আইরা। দূর থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সে। জন্মদিনে বাবার সঙ্গে নেই বলে মন খারাপ আইরার।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বেশ কিছুদিন ফেসবুক ব্যবহার করেননি তাহসান। জানালেন, আজ সকাল থেকে ফেসবুক নিয়েই ব্যস্ত তিনি। গত রাত থেকেই অসংখ্য ভক্ত, বন্ধু ও সহকর্মী জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফেসবুকে। অন্যবারের চেয়ে এবারের জন্মদিনটি একেবারেই আলাদা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাসায় দিন কাটছে তাঁর। বন্ধু এবং ভক্তরা বাসার ঠিকানায় কেক পাঠিয়েছেন। এ সময় চার বছর আগে বাসায় বানানো একটি কেকের কথা মনে পড়ে স্মৃতিকাতর হন তাহসান। তিনি বলেন, ‘চার বছর আগের জন্মদিনে আইরা একটি কেক বানিয়েছিল। কেকটা আমরা খেতে পারিনি। পরে আরেকটি কেক বানিয়ে আমরা কেটেছিলাম। সেটা আমার জন্য ছিল এক অন্য রকম উপহার। খুব খুশি হয়েছিলাম, ইমোশনাল হয়ে গিয়েছিলাম।’