ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল রাজধানীজুড়েই। অনেক জায়গাই ছিল যানজট। আবার বিভিন্ন বাস স্টপেজে দলে দলে মানুষকে ব্যাগ নিয়েও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। করোনার এত সতর্কতার মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না, এমনকি অনেককে মাস্ক পরতেও দেখা যায়নি।এদিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে নামে গতকাল ঘরমুখী মানুষের ঢল। গেল রবিবার রাত থেকেই স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ঢাকামুখী যাত্রীর চাপ বেশি থাকলেও গতকাল সকাল থেকে দক্ষিণবঙ্গমুখী বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাটে। সেখানে পারাপারের অপেক্ষায় রয়েছে হাজারো যানবাহন। এসব যানবাহনের মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস ও ছোট গাড়ির সংখ্যাই বেশি দেখা গেছে।
এদিকে গণপরিবহন বন্ধ থাকলেও গতকাল ঢাকা-আরিচা মহাসড়কে প্রাইভেট কার, মাইক্রোবাস, অটোরিকশা ও মোটরসাইকেলে করে পাটুরিয়া ঘাটে হাজার হাজার মানুষকে পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘাট এলাকায় ছোট গাড়ির চাপ বাড়তে থাকে। এ সময় লঞ্চ চলাচল একদমই বন্ধ থাকায় ফেরিতে চাপ পড়ে।